ঈদুল ফিতর আমাদের মুসলিম ধর্মাবলম্বী জাতি সহ পুরো বিশ্বে সকল জাতির পালিত একটি ধর্মীয়-অনুষ্ঠান। এটি মূলত মুসলিমদের ১ মাস কঠোর সংযম ও অধ্যবসায় এর দ্বারা পালিত রোজার মাস শেষ হওয়ার পর উৎসব আকারে পালিত হয়। রোজা শব্দটি একটি ফার্সি শব্দ, যার আরবী শব্দ সিয়াম অর্থ হচ্ছে রোজা। সিয়াম শব্দটি এসেছে সাওম থেকে এবং এর মর্ম হলো মহান আল্লাহ তা’লার উদ্দেশ্যে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সমস্ত প্রকার খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য থেকে বিরত থেকে ইফতার এর মাধ্যমে রোজা সম্পন্ন করা।
রোজা এবং ঈদ উপলক্ষে আমাদের সবারই কিছু কিছু বিশেষ পরিকল্পনা থাকে। ঈদ উপলক্ষে আমরা আমাদের প্রিয় মানুষদের সাধ মতো উপহার দিয়ে থাকি। এই উপহার পছন্দের ক্ষেত্রে আমরা বিড়ম্বনায় পরে যাই। আবার রোজা রেখে ক্লান্ত হয়ে শপিংমল ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব পণ্য কিনতে আমরা একটু দ্বিধা দ্বন্দে পরে যাই। কিন্তু ঈদ যেহেতু এসেছে এসব আয়োজন বাদ দেয়া সম্ভব ও হয়না।
তাই এমন কোনো সমাধান যদি পাওয়া যায় যে একটি যায়গায় রেশন, জামা, জুতা, প্রসাধনী, ঘর সাজানোর জিনিস, সব পাওয়া যায় তাহলে তো ভালোই হয়।
ড্রেস-আপ শোরুম এ এবং অনলাইন এ আপনি একসাথে সব ধরণের পণ্য পেয়ে যাবেন।
এখানে বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে বড়দের জন্য সব ধরণের জুতা, জামা, ব্যাগ, প্রসাধনী পাওয়া যায়।
আয়ুর্বেদিক পণ্য ব্যবহার করে যারা অভ্যস্ত তাদের জন্য চুলের তেল, চুলের এবং ত্বকের যত্নের প্যাক সহজলভ্য।
ইয়াম্মী বাই ড্রেস-আপ এর পণ্য গুলাঃ
Desi Cream Ghee – ক্রিমের গাওয়া ঘি
In stock