Traditions

বাংলার ঐতিহ্যবাহী সুচিকল্প

বাংলার ঐতিহ্যবাহী সুচিকল্প

আমাদের দেশে বা দেশের বাইরে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে এমন গুটিকতক বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে সুচিকল্প।
রমণীদের সুই-সুতার ফোড় পাতা ফুল পাখি সহ আরো বিভিন্ন গ্রামীণ সহজ সরল জীবনের চিত্র ভেসে ওঠে। আমাদের দেশের ঐতিহ্যবাহী তার ধারা বজায় রাখতে সূচি কল্প আধুনিক সময়ে আরো অনেক বেশি দেশে এবং বিদেশে সমাদৃত হচ্ছে।
জামদানি, এন্ডি, মসলিন, সুতি, রেশমি, সিল্ক কাপড় সহ আরও বিভিন্ন ধরনের কাপড়ের উপর সুই সুতার সাহায্যে ডিজাইন ফুটিয়ে তোলাই হল সূচিকল্প। এসব সূচি কল্পে থাকে হাজারো রকমের গল্প। সূচিশিল্পের জীবন থেকে উঠে আসে এসব গল্প জীবনের আনন্দ, কোলাহল, দুঃখ । সুন্দর চিন্তা শক্তি যেন প্রকাশ পায় তার হাতের কাজে, তাই এসব সূচিশিল্প দেখতে খুবই নান্দনিক হয়। প্রাচীনকালে গ্রাম্য জীবন থেকে শুরু করে বর্তমানে আধুনিক হালফ্যাশনের দেখা যায় এসব সূচি কল্পের কদর।
বাংলাদেশের ঐতিহ্য ধারা বজায় রেখে আধুনিক হালফ্যাশনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৃষ্টিনন্দন এসব সূচিকল্প।

ড্রেস-আপ এর আয়ুর্বেদিক পণ্য গুলাঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *