বাঙালি নারীদের ক্ষেত্রে সবসময় লম্বা চুলের আকর্ষণ বহাল আছে। ষাট থেকে নব্বই এর মাঝে তা আরও বেশি আকর্ষণ ছিল বললেই চলে। তখন বিয়ের সময়ও লম্বা চুলের মেয়েদের বেশ চাহিদা ছিল যা এখনো বহাল আছে। একটা সময় ছিল চুলের সাজ বলতে ছিল সাধারণ বেণী অথবা উঁচু করে একটা খোপা। খোপাকে ঘিরেই ছিল সাজসজ্জা, সাথে কানের পাশে বুনো ফুল গুঁজে দেওয়া। সময়ের সাথে সাথে মানুষের পছন্দ চাহিদাও বদলে গেছে। কালো চুলের জায়গায় এখন দখল করে নিয়েছে সোনালি, লালচে ইত্যাদি রং এর চুল। ঠিক তেমনই চুল কাটার ধরনও বদলে গেছে, সোজাসাপ্টা কাটার ধরন এখন আর নেই। এমনকি কোঁকড়া চুল এখন পুরাপুরি সোজা হয়ে যাচ্ছে রিবন্ডিং এর মাধ্যমে। এ যুগে এসে চুলের উপর এতো কিছু করার পর চুলকে কোনভাবেই ভালো রাখা যায় না, চুলকে কালো ঝলমলে, সতেজ রাখতে অবশ্যই চুলের যত্ন অপরিহার্য।
কে না চাই ঝলমলে সুন্দর চুল? আপনি যদি সঠিক উপায়ে চুলের যত্ন নিতে পারেন তাহলে অনেক ধরনের চুলের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। যেমন: খুশকি, মাথার তালুর ইনফেকশন, চুল পড়া চুলের অকাল পক্কতা ইত্যাদি।
চুল সুন্দর, প্রানবন্ত পেতে চাইলে সপ্তাহে অন্তত ৩দিন চুলে ভেষজ কোন তেল মাথার তালুতে দেওয়া খুবই জরুরী। তেলই হচ্ছে চুলের একমাত্র খাদ্য, আর যদি তা ভেষজ হয় তাহলে তো কথায় নাই।
তেল দিয়ে চুল পরিস্কার রাখাটাও খুবই জরুরী আর চুল পরিস্কার রাখতে ভেষজ শ্যাম্পুর কোন তুলনা নেই।
ভেষজ শ্যাম্পু আপনার চুলের খুশকি দূর করবে, মাথার তালু পরিস্কার করবে।
আরও ভাল ফলাফল পেতে সপ্তাহে ১/২দিন চুলে, টকদই, মধু, লেবুর রস, মিশ্রণে প্যাক বানিয়ে দিতে পারেন। এতে চুল হবে ঝলমলে, ঘন-কালো।
দীর্ঘমেয়াদী চুল পড়া এবং অবিরাম চুল পড়ার সমাধান
Biowoman Anti Hair Loss Shampoo বায়োওমেন এন্টি হেয়ার লস শ্যাম্পু একটি ভেষজ জাতীয় শ্যাম্পু। আপনার মাথার ত্বক প্রানহীন এবং নরম চুলকে শক্তিশালী করার জন্য পুষ্টিকর উদ্ভিদের এসেন্সের সাথে মাথার ত্বকে পুনরায় পূরণ করার জন্য Dihydrotestosterone (DHT) হারায় দেয়। বায়োওমেন এন্টি হেয়ার লস শ্যাম্পু যা আপনার চুলকে করবে ভিতর থেকে মজবুত এবং শক্তিশালী। সূক্ষ্ম চুলগুলিকে ভলিউম দেয়, আনে কোমলতা। চকচকে ঘন দেখাতে সাহায্য করে। বায়োওমেন এন্টি হেয়ার লস শ্যাম্পু সম্পূর্ণ একটি ভেষজ জাতীয় শ্যাম্পু। নরম এবং সব ধরনের চুলের জন্য উপযুক্ত।
জিনসেং মূলত অবিরাম চুল পড়া থেকে বিরত রাখে, চুলকে করে মজবুত ও ঘন। এই ভেষজ শ্যাম্পুটি চুলের যত্নের জন্য উন্নত প্রযুক্তি ব্যাবহার করে। এটি সব ধরনের চুলের জন্য যথেষ্ট কোমল। চুল পরিষ্কার রাখতে সাহায্য করে এবং চুলকে শক্ত, ঘন চকচকে রেখে চুলের অবস্থার পরিবর্তন করে। এ তেলের প্রাকৃতিক ভেষজ উপাদানগুলির মধ্যে অনেক ধরনের উপকারিতা রয়েছে যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুলকে বাইরে থেকে করে স্বাস্থ্যকর এবং শক্তিশালী।
দীর্ঘমেয়াদী চুল পড়া এবং অবিরাম চুল পড়া বন্ধ করার জন্য বায়োওমেন এন্টি হেয়ার লস শ্যাম্পু তুলনাহীন। বায়োওমেন এন্টি হেয়ার লস শ্যাম্পু খুস্কি ও মাথার ত্বকের ভারসাম্য বজায় রাখে এবং কোঁকড়ানো চুলের জন্য বায়োওমেন এন্টি হেয়ার লস শ্যাম্পু দুর্দান্ত কাজ করে।বায়োওমেন এন্টি হেয়ার লস
চুল বৃদ্ধির সহায়তায় ডিজার হেয়ার অয়েল
এই তেলটিতে রয়েছে একাধিক প্রাকৃতিক পুস্টিকর উপাদান, যা সরাসরি চুলের জন্য উপকারী। তেলটি চুলের গোঁড়া শক্ত করে ও মজবুত করে। যে সব চুলের গোঁড়া নষ্ট হয়ে গেছে যে গুলোকে ঠিক করে এবং চুল বৃদ্ধিতে সহায়তা করে।
আপনার শরীরের যে সকল জায়গায় আপনি চান যে চুলের বৃদ্ধি হোক সে সকল জায়গায় এটি ব্যাবহার করতে পারবেন। প্রতিদিন গোসল করার পর এ তেল পরিমান মতো দেওয়া খুবই উপকারী।
Disaar Anti Hair Loss Shampoo
চুলের ও ত্বকের জন্য নিন্মক্ত পণ্য গুলা আমরা পরামর্শ দিয়ে থাকিঃ
Kesh Bilash | কেশ বিলাশ | Natural Protein Treatment Hair Pack – (300 gm)
In stock