Points & Rewards FAQ
আপনার ফোন নম্বর এবং বাকি ডিটেইলস দিয়ে সাইন আপ/রেজিস্টার করে অ্যাকাউন্ট লগইন অবস্থায় অর্ডার কনফার্ম করতে হবে।
যেকোনো সফল কেনাকাটায় আপনার অ্যাকাউন্টে পয়েন্ট যোগ হবে, এক্ষেত্রে অ্যাপে রেজিস্টার/লগইন অবস্থায় থাকতে হবে। এক্ষেত্রে আপনি যেকোনো মূল্যের পণ্য ক্রয় করতে পারেন এবং পণ্যের সমমূল্যের পয়েন্ট অর্জন করতে পারবেন।
সাইনআপ/রেজিস্টারের পর অবশ্যই যুক্ত হবে, প্রতিটি সাকসেস্ফুল অর্ডার এবং কেনাকাটার জন্য আপনি পয়েন্ট পাবেন এবং পয়েন্ট ব্যবহার করে পরবর্তীতে শপিং করতে পারবেন।
অবশ্যই হবে। এক্ষেত্রে অ্যাপ রেজিস্টার অথবা লগইন অবস্থায় রেখে ক্যাশিয়ারকে দেখাতে হবে এবং কেনাকাটার পর অ্যাকাউন্টে পয়েন্ট যোগ করতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় দিয়ে অপেক্ষা করতে হবে।
আপনার ডিভাইসে আমাদের অ্যাপ ফোন নম্বর দিয়ে রেজিস্টার অথবা লগইন অবস্থার একটি স্ক্রিন শট আমাদের প্রোভাইড করতে হবে।
প্রতি ১০০ পয়েন্টের মূল্য = ১ টাকা।
জ্বী! সর্বশেষ কেনাকাটার ১৮ মাসের মধ্যে আপনার পয়েন্ট ব্যবহার করতে হবে। ধরুন, আজ আপনি ৫০০০ টাকার কেনাকাটা করলেন, তাহলে আপনার অর্জনকৃত পয়েন্ট ৫০০০ এবং ব্যবহারের সময় সীমা আজ থেকে ১৮ মাস। আবার ১ মাস পর ১০০০ টাকার শপিং করলেন। এখন আপনার অ্যাকাউন্টে সর্বমোট ৬০০০ পয়েন্ট জমা হয়েছে। দ্বিতীয় কেনাকাটার ১০০০ পয়েন্টের মেয়াদ এখন ১৮ মাস এবং পূর্ববর্তী ৫০০০ পয়েন্ট ব্যবহারের সময়সীমা ১ মাস কমে ১৭ মাস।
পয়েন্ট ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে অ্যাকাউন্টে নূন্যতম ৫০০০ পয়েন্ট থাকতে হবে।
অ্যাপ/ওয়েবসাইট থেকে কেনাকাটার সময় অপশন দেখতে পাবেন।
আউটলেট থেকে কেনাকাটার ক্ষেত্রে আমাদের ক্যাশিয়ারকে অবগত করতে হবে, এবং মোবাইলে আমাদের অ্যাপ লগইন অথবা রেজিস্টার অবস্থায় দেখাতে হবে সেইসাথে একই মোবাইল নম্বর ব্যবহার করে কেনাকাটা সম্পন্ন করতে হবে।
জ্বী না। প্রতিটি সফল কেনাকাটার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট যোগ হয়ে যাবে।
জ্বী না।
অ্যাপের্ সেটিংস অপশনে গেলেই “Point” নামের একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলেই পয়েন্টস ডিটেলস অ্যান্ড হিস্টোরি সমস্ত কিছু দেখতে পাবেন।
জ্বী। এক্ষেত্রে লগইন অবস্থায় থাকতে হবে, যদি কোনো কারণে লগআউট হয়ে যায় তবে আবার লগইন করে নিতে হবে একই ফোন নম্বর দিয়ে!
জ্বী সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের আউটলেট অথবা হটলাইন নম্বরে কল করুন! আমাদের হটলাইন নম্বর: 09678180480। তবে অ্যাকাউন্ট সাইন আপের সময় গুগল অথবা ফেসবুক যেটিই ব্যবহার করুন না কেন মোবাইল নম্বর ব্যবহার করতেই হবে তা না হলে আপনার উইনিক আইডিটি আমাদের পক্ষে শনাক্ত করা সম্ভব হবেনা!
ফেইসবুক অথবা গুগল যেটা দিয়েই সাইন আপ করুন না কেন, সকল প্ল্যাটফর্মে পয়েন্ট অর্জন করতে আপনার ফোন নম্বরটি অ্যাড করতেই হবে।
জ্বী সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের আউটলেট অথবা হটলাইন নম্বরে কল করুন! আমাদের হটলাইন নম্বর: 09678180480
জ্বী সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের আউটলেট অথবা হটলাইন নম্বরে কল করুন! আমাদের হটলাইন নম্বর: 09678180480
জ্বী পাবেন, একই ফোন নম্বর ব্যবহারের মাধ্যমে। তবে এক্ষেত্রে চেষ্টা করবেন নিজের আসল নাম ব্যবহার করতে!
না, এক্ষেত্রে পয়েন্টের কোনো চেঞ্জ হবেনা।