কার্যকারিতা
তুলসী গুঁড়োর সাথে আদা ও মধু মিশিয়ে সেবনে সর্দি-কাশি, ব্রংকাইটিস ও অ্যাজমার সমস্যার প্রতিকার পাওয়া যায়। পেটের পীড়া ও লিভারের গোলযোগে তুলসী খুবই কার্যকরী। গবেষণায় দেখা গেছে, নিয়মিত তুলসী সেবনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। তুলসী গুঁড়ো সামান্য পানির সাথে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগালে ত্বক কোমল ও মসৃণ হয়ে উঠে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তুলসী কার্যকরী ভূমিকা পালন করে।
তুলসী গুঁড়ো খাওয়ার নিয়ম
১ চা-চামচ তুলসি পাতার গুঁড়ো ১ কাপ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর খেতে হবে। ভালো স্বাদ ও অধিক স্বাস্থ্য উপকারিতা পেতে খাঁটি মধু মিশিয়ে খেতে পারেন। কুসুম গরম পানিতে মিশিয়ে অথবা তুলসী চা বানিয়েও খেতে পারেন। এছাড়া সর্দি-কাশির ক্ষেত্রে তুলসী পাতার গুঁড়োর সাথে আদার রস ও মধু মিশিয়ে খেলে উপকার পাবেন৷
Functionality
A potent combination of ginger and honey with tulsi powder serves as a remedy for colds, bronchitis, and asthma. Tulsi, renowned for its effectiveness, addresses stomach pain and liver disorders. Research indicates that regular tulsi consumption reduces the risk of cancer. When applied as a paste with a bit of water, tulsi powder enhances skin texture, leaving it soft and smooth. Notably, tulsi plays a crucial role in boosting immunity.
Rules for Consuming Tulsi Powder
Soak 1 teaspoon of tulsi leaf powder in 1 cup of water for a while before consumption. To enhance both taste and health benefits, mix it with pure honey. Additionally, you can incorporate tulsi into your routine by mixing it with turmeric in hot water or preparing basil tea. In cases of cold and cough, a mixture of ginger juice and honey with tulsi leaf powder provides effective relief.
Afroza Koli –
Apnader modhu r chaa patar sathe niyechilam. Basay karo thanda lagle tulshi chaa baniye khawar jonno.
Kohinur Begum –
এই শীতে সর্দি-কাশির সমস্যার জন্য বাসায় নিয়ে রাখলাম আদা তুলসি চা খাওয়ার জন্য।
Saila Sathi –
আমি তুলসি পাউডারটা পানির সাথে মিশিয়ে চেহারায় কয়েকদিন ইউজ করেছি। দেখলাম ত্বক কোমল ও মসৃণ হয়ে উঠেছে। তাই আবারো না নিয়ে পারলাম না