সরিষা ফুলের মধু
বাংলাদেশে সরিষা ফুলের মধু সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বার মাসে সংগ্রহ করা হয়। মাঠে যখন প্রচুর পরিমাণে সরিষা ফুল ফুটতে শুরু করে তখন মৌ চাষিরা তাদের মৌ বাক্স গুলো সরিষার ক্ষেতের পাশে রাখে। তারপর ফুল বৃদ্ধি হওয়ার সাথে সাথেই মৌমাছিরা ওই এলাকা বা সরিষা খেত থেকে মধু সংগ্রহ করে তাদের মৌ বাক্সে জমা রাখে এছাড়াও অন্যান্য ফুল থেকেও মধু সংগ্রহ করে। আর এই প্রক্রিয়ায় তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক সরিষা ফুলের খাঁটি মধু (জমা মধু)। নিজস্ব তত্ত্বাবধায়নে ও সুষ্ঠু পরিবেশে বাংলাদেশের বিভিন্ন খামার থেকে থেকে সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন মধু সংগ্রহ করে থাকে। উত্তম প্রক্রিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে।
সরিষা ফুলের প্রাকৃতিক মধুর টি বৈশিষ্ট্য:
- টাটকা মধু দেখতে সাধারণত হালকা অ্যাম্বার রঙের হয়। তবে কিছু দিন পরে জমে গিয়ে সাদা রঙ ধারণ করতে পারে।
- সরিষা ফুলের মধু ঘন হোক বা পাতলা হক- এটা সারা বছরই জমে থাকে। ঘন-পাতলা এবং তাপমাত্রার উপরে নির্ভর করে সম্পূর্ণ মধু বা বেশীরভাগ মধু জমে সাদা হয়ে থাকে। যেটা একেবারে ক্রিম এর মতো দেখা যায়।
- জমে যাওয়া সরিষা ফুলের মধু অনেকেই ক্রিম হানি হিসেবে চেনে এবং খায়।
- ঘ্রাণ অনেকটা সরিষার ফুলের সাথে মিল খুঁজে পাওয়া যায়।
- মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
- মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলেও সরিষা মধুতে অনেক সময় সামান্য ফেনা হতে পারে।
Mojammel Talukdar –
অনেক ভালো একটা মধু। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে নিতে পারেন সবাই।
Nurun Nahar –
আলহামদুলিল্লাহ ২য় বার অর্ডার করলাম। খুব ভালো লাগছে আমার কাছে
Jannatul Maowa –
এই দিয়ে ৩য় বার নিলাম। দাম অনুসারে মধু পারফেক্ট। প্যাকেজিং ও ভালো ছিল।
Sabiha Sultana Jui –
এক কথায় অসাধারণ মধুটা পুরো পিওর ছিল। মধুর স্বাদ টাও ছিল খুব অসাধারণ
Shiuly Akter –
আলহামদুলিল্লাহ, ভালোই প্যাকেজিং ভালো ছিলো। খেয়ে দেখিনি, খাওয়ার পর আবার রিভিউ দিবো
Nusrat Rahman –
আমার সবসময় ৫০০ গ্রাম করে ২ টা নিতে হয়। ১কেজির জার হলে আরো ভালো হতো
Akash Ahmed –
আলহামদুলিল্লাহ সরিষা ফুলের এই মধুটা খুব ভালো। । দাম হিসাবে আসলেই বলা যায় খুব ভালো প্রোডাক্ট যা ভেবেছি তাতে অনেক ভালই পেয়েছি প্যাকেজিং অনেক ভালো ছিল একটু কিছু হয়নি ।
Md Mehadi Hasan –
ড্রেস আপের সব মধুই আমি খেয়ে দেখেছি তবে দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় সরিষা ফুলের মধুটাই বার বার নেয়া হয়
Sumi Akter –
মধু বেশ ঘন ও সুস্বাদু। ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ড্রেসাপকে
Ayesha Nahar –
আলহামদুলিল্লাহ। ছবিতে যেমন দেখানো হয়েছে তেমনই পেয়েছি। দাম অনুসারে মধু যথেষ্ট ভালো। প্রোডাক্ট এর প্যাকেজিং ভালো ছিল।
Morshed Habib –
আলহামদুলিল্লাহ প্যাকেজিংটা খুবই ভালো ছিল। মধুর কোয়ালিটি ঠিকঠাক আছে।
Nadir Hossen –
সত্যি অসাধারণ প্যাকেজিং ছিল। মধু বিভিন্ন পরিক্ষা করে দেখেছি খাঁটি সরিষার মধু ছিল।