ত্বকের লাবণ্য বাড়াতে একটি ভালো মানের সিরাম এর চেয়ে ভালো ট্রিটমেন্ট আর হয়না
সিরাম গুলোতে ত্বকের ধরণ এবং সমস্যা অনুযায়ী essential ingredients এর সঠিক মিশ্রণ থাকে যা আমাদের প্রতিদিন স্কিন damage challenge হতে ত্বক কে রক্ষা করে
সুস্থ ত্বকের যত্নে দ্রুত এবং কার্যকরী পণ্য গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিরাম।
সিরামের কিছু কার্যকারিতা
- ত্বক moisturize করে।
- ত্বক এর হারিয়ে যাওয়া জেল্লা পুনরুদ্ধার এ সাহায্য করে।
- ত্বক এর নমনীয়তা ধরে রাখে, তরুণ এবং যৌবন উদ্দীপ্ত ত্বক পেতে সাহায্য করে।
- বলিরেখা , বড় এবং খোলা দৃশ্যমান লোম কূপ হ্রাস করতে সাহায্য করে।
- ত্বক ঠান্ডা এবং সতেজ রাখে।
- সর্বোপরি ত্বকের ক্ষতি হ্রাস করতে চেষ্টা করে।
আপনার প্রতিদিন ত্বক এর যত্নে ‘skin care routine’ এ যদি কিছু প্রয়োজনীয় ভালো মানের সিরাম থাকে তাহলে আর কি চাই !!!
রাতে ঘুমানোর আগে cleanser বা ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে টোনার প্রয়োগ করে ত্বক এর পরিচ্ছন্নতা নিশ্চিত করে পরিমান মতো সিরাম ত্বক এ প্রয়োগ করুন। অবস্যই সিরাম প্রয়োগ এর ৫ থেকে ১০ min এর মধ্যে moisturizer প্রয়োগ করতে ভুলবেন না ..চাইলে এর পর আপনার পছন্দের একটি night ক্রিম প্রয়োগ করে ত্বক এর যত্ন সম্পূর্ণ করুন. এভাবে প্রতিদিন ত্বক এর পরিচর্যা করলে অচিরেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত লাবণ্যদীপ্ত ত্বক
ত্বকের জন্য নিন্মক্ত সিরাম গুলা আমরা
পরামর্শ দিয়ে থাকিঃ
Fruit Of The Wokali Multi-Function Essence Rose Facial Serum (40ml)
In stock