Natural Face Care, Natural Health & Beauty Care

ত্বকের যত্নে বরফ যা আপনাকে দেবে উজ্জ্বল ও তৈলাক্ততা মুক্ত ত্বক

benefits of ice for skin

বরফ শীতল তাপমাত্রা আপনার ত্বকের জন্য খুব বেশি উপকারী না হলেও ত্বকে বরফ ব্যবহারের উপকারিতা আপনাকে অবাক করে দিতে পারে। প্রদাহ এবং ফোলাভাব কমানো থেকে শুরু করে পোরস মিনিমাইজ করা কিংবা ত্বকের রক্ত সঞ্চালন বাড়ানো সকল ক্ষেত্রেই অত্যন্ত উপকারী এক টুকরো বরফ। 

প্রদাহ এবং ত্বকের লালচে ভাব কমায়

আপনি যদি আপনার ত্বকে প্রদাহ বা লালচে ভাবের সমস্যার শিকার হয়ে থাকেন তবে বরফ আপনার জন্য হতে পারে অত্যন্ত উপকারী। আক্রান্ত স্থানে বরফ লাগালে তা ফোলাভাব কমাতে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। দীর্ঘসময় রোদে থাকার ফলে ত্বকে জ্বালাপোড়া হলে তা কমাতে সাহায্য করে। এছাড়া ব্রণের লালচে ভাব কমাতে সাহায্য করতে পারে।

রোমকূপ ছোট করতে সাহায্য করে

রোমকূপ বা পোরস বড় হয়ে যাওয়ার সমস্যাটি খুবই বিরক্তিকর, বিশেষ করে যাদের ত্বক একনে প্রবণ তাদের জন্য। এক্ষেত্রে প্রতিদিন বরফের ব্যবহার পোরস ছোট করতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে; মূলত এটি ত্বকে প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। ত্বকে নিয়মিত বরফ ব্যবহার করলে এটি ত্বকের রক্ত সঞ্চালন ভালো করার পাশাপাশি পোরস ছোট করে এবং ভবিষ্যৎ ব্রণ হওয়া থেকে ত্বককে রক্ষা করে।

ফোলাভাব কমায়

আপনি যদি চোখের চারপাশের ফোলাভাব অথবা মুখের ফোলাভাবের সমস্যায় ভুগে থাকেন তাহলে এক টুকরা বরফ আপনার জন্য জাদুর মতো কাজ করবে। এটি ফোলাভাব কমানোর পাশাপাশি লালচে ভাবও দূর করবে। এটি রক্তনালীকে সংকুচিত করে, ফোলাভাব কমাতে সাহায্য করে এবং আপনার ত্বককে সতেজ ও পুনরুজ্জীবিত দেখাতে সাহায্য করে।

তৈলাক্ততা কমানো

আপনি যদি তৈলাক্ত ত্বকের সাথে লড়াই করে থাকেন তবে বরফ অতিরিক্ত তেল উৎপাদন কমাতে সাহায্য করতে পারে। ঠান্ডা তাপমাত্রা ত্বকের রোমরন্ধ্র ছোট করতে সাহায্য করতে পারে, যা উৎপাদিত তেলের পরিমাণ কমাতে সাহায্য করে। আপনার মুখে বরফ প্রয়োগ ত্বকের উপরিভাগে জমে থাকা অতিরিক্ত তেল অপসারণ করতেও সাহায্য করতে পারে, যা আপনার ত্বককে উজ্জ্বল দেখতে সাহায্য করে এবং ত্বক তৈলাক্ত হওয়ার প্রবণতা কমায়।

রক্ত সঞ্চালন বাড়ায়

আপনার ত্বকে বরফ ব্যবহার রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। উন্নত রক্ত সঞ্চালন ত্বকে অধিক অক্সিজেন এবং পুষ্টি বাড়াতে সাহায্য করে, যা আপনার ত্বকের সুস্বাস্থ্যের জন্য কার্যকরী।

ত্বকের যত্নের জন্য যেভাবে বরফ ব্যবহার করবেন - 

আপনার ত্বকের যত্নের রুটিনে বরফকে অন্তর্ভুক্ত করতে, একটি পরিষ্কার কাপড়ে একটি আইস কিউব মুড়ে নিন এবং এটি আপনার মুখে ১-২ মিনিটের জন্য আলতো করে ম্যাসাজ করুন। আপনার ত্বকে সরাসরি বরফ প্রয়োগ করা থেকে বিরত থাকবেন, কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে। আপনি বরফের কিউবগুলি জমা করার আগে পানির পরিবর্তে গ্রিন টি, শসার রস বা লেবুর রসের মতো উপাদানগুলি যোগ করে বরফের উপকারিতা আরো বাড়িয়ে তুলতে পারেন।

 তাই পরের বার যখনই আপনি আপনার ত্বককে ইন্সট্যান্টলি উজ্জ্বল দেখতে চান, এক টুকরা বরফ ব্যবহার করে ফেলুন আর দেখুন জাদু!

Nature Republic Soothing Moisture Aloe Vera 92% Soothing Gel (300ml)

In stock

৳ 1,120
Add to cart

Labonno Lota। লাবণ্য লতা। Brightening Skin Pack (100gm)

In stock

৳ 200
Add to cart

Fruit Of The Wokali High Protection Sunscreen SPF 50 (130ml)

In stock

৳ 1,090
Add to cart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *