Beauty Products

যে কারণে সানস্ক্রিন ব্যবহার আপনার এখন থেকে শুরু করা উচিৎ

Benefits of useing sunscreen

নিয়ম করে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করছেন তো? যদি না করে থাকেন তাহলে কিন্তু খুব বিপদ। সূর্যরশ্মির ক্ষতিকর আভা হতে পারে আপনার ত্বকে ক্যান্সারের প্রধান কারণ। আর কারণটা সূর্যের আল্ট্রা ভায়োলেট রে। সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে। এই আলট্রাভায়োলেট রশ্মি বা সানবার্ন থেকে নিজের স্কিনকে সুরক্ষা দেয়াই মূলত সানস্ক্রিনের কাজ। 

সানস্ক্রিনে থাকে এসপিএফ (SPF)। আমরা অনেকেই এই শব্দটির সাথে পরিচিত। এসপিএফ হলো,সান প্রোটেকশন ফ্যাক্টর (Sun Protection Factor)। এই এসপিএফের মূল কাজই হলো সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষা দেওয়া। প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের কার্যকারিতা আমরা সকলেই কমবেশি জানি। সানস্ক্রিন আমাদের ত্বককে ক্যান্সার থেকে রক্ষা করে, ত্বকের দাগছোপ দূর করে এবং দ্রুত বয়সের ছাপ পড়া থেকে ত্বককে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে ৪৫% এর ও কম সংখ্যক মানুষ তাদের মুখমণ্ডলে সানস্ক্রিন ব্যবহার করে না, যেখানে আমাদের মুখমন্ডলের ত্বক সব থেকে বেশি সেনসিটিভ। প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করার সুফলগুলো জেনে নিন।

ত্বকের ক্যা’ন্সা’র প্রতিরোধ করে

সানস্ক্রিন আপনার ত্বকে সুরক্ষা স্তর তৈরী করে যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। প্রতিদিন সানস্ক্রিন না ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। একারণে ত্বকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। দ্যা সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের মতে, "বছর জুড়ে সানস্ক্রিন ব্যবহারের কোনো বিকল্প নেই।"

রোদেপোড়া দাগ দূর করে

রোদে পুড়ে যাওয়া ত্বকে দাগছোপ, জ্বালাপোড়া ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে যেটি কিনা পরবর্তীতে ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। ৫ বারের বেশি অতিরিক্ত সানবার্ন ত্বকের মেলানোমার ঝুঁকি ৮০% বাড়িয়ে দেয়।

বার্ধক্য ধীর করে

একদল লোকের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন এরকম লোকের বার্ধক্যের সময়কাল, অব্যবহারকারী লোকের তুলনায় ২৪% কম। তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন সানস্ক্রিনের ব্যবহার প্রায় ২৪% পর্যন্ত বার্ধক্য ধীর করতে সক্ষম।

ত্বকের বিবর্ণতা দূর করে

বয়সের ছাপ, ত্বকের মলিনতার প্রধান কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি। যা ত্বকের স্তর ক্ষতিগ্রস্থ করে ফেলে এবং যে কারণে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়।

COSRX Vitamin E Vitalizing Sunscreen SPF 50+

In stock

৳ 1,580
Add to cart

তাই ত্বকের সুরক্ষার জন্য এবং ত্বককে উজ্জ্বল ও কোমল রাখার জন্য প্রতিদিন ইউভি-এ ও ইউভি-বি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটি ত্বকের বিবর্ণতা দূর করতে সাহায্য করবে।

প্রতিদিন নানা কারণে নানা ভাবে আমাদের ত্বকের ক্ষতি হচ্ছে। দিনের বেলার সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি আমাদের ত্বকের জন্যে মারাত্মক ক্ষতিকর। দিনের আবহাওয়া যেমনি হোক না কেন বাসায় অথবা বাহিরে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সমস্যা হওয়ার আগেই এর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াটা জরুরী।

আপনার পছন্দের সানস্ক্রিনটি ক্রয় করতে ভিসিট করুন এখানে...

Labonno Lota। লাবণ্য লতা। Brightening Skin Pack (100gm)

In stock

৳ 200
Add to cart

Fruit Of The Wokali High Protection Sunscreen SPF 50 (130ml)

In stock

৳ 1,090
Add to cart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *