Blog
রেগুলার মেকআপ কমপ্লিট করুন মাত্র ৪ টি প্রোডাক্ট দিয়ে!
ইউনিভার্সিটি, অফিস কিংবা রেগুলার বাইরে বের হতে গেলে, একেবারে খালি ত্বকে বের হওয়া যায় না। সেইসাথে ঝটপট তৈরি হওয়াও প্রয়োজন। আর চটজলদি তৈরি জন্য চাই অল্প কিছু প্রোডাক্ট, যেগুলো দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে ক্রিয়েট করে নেয়া যায় ফ্ললেস এবং ন্যাচারাল একটি মেকআপ লুক। আর এই ন্যাচারাল নো-মেকআপ, মেকআপ লুক পেতে আপনার লাগবে মাত্র ৪টি প্রোডাক্ট। তো চলুন জেনে নিই কোন ৪টি প্রোডাক্ট ব্যবহার করে যে কেউ, ঝটপট ক্রিয়েট করে ফেলতে পারবেন একটি ন্যাচারাল মেকআপ লুক।
১.কনসিলার
চোখের নিচের কালো দাগ ঢাকতে অথবা মুখের এর যেকোনো ডার্ক স্পট অথবা পিগমেন্টেশন ঢাকতে কিংবা আনডার-আই এরিয়া উজ্জ্বল দেখাতে কনসিলারের কোনো বিকল্প নেই। রেগুলার বেসিস এ আমরা কেউই হেভি মেকআপ পছন্দ করি না, এতে অনেক সময়েরও প্রয়োজন হয়। যেহেতু আমরা ডেইলি বেসিস এ ঝটপট রেডি হওয়াটাকেই বেশি প্রাধান্য দেই তাই কম সময়ে, কম প্রোডাক্ট ইউজ করে ফেসটাকে একটা ফ্ললেস এবং ইভেন টোন দেয়ার জন্য আমরা কনসিলার ব্যবহার করতে পারি। মুখের যে এরিয়াগুলোর টোন-অপ করতে চান অথবা ফেস এ কোনো স্পট, পিগমেন্টশন থেকে থাকলে সেই এরিয়াগুলোতে হালকা হাতে আঙ্গুল অথবা ব্রাশের সাহায্যে কনসিলার এপ্লাই করে নিন। দাগ ঢাকতে কনসিলার, ফাউন্ডেশনের চেয়ে ভালো কভারেজ দেয়। খুব সহজেই আঙ্গুলের সাহায্যে এপ্লাই করে নেয়া যায়, ব্লেড করতেও সহজ, পরিমাণে খুব কম লাগে এবং সময়ও বাঁচে।
২. প্রেসড পাউডার/ লুজ পাউডার
ত্বকে দেয়া কনসিলার সেট করে নেয়ার জন্য স্কিন টাইপ ও টোন অনুযায়ী প্রেসড পাউডার, লুজ পাউডার অথবা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করে নিন। এতে আপনার কনসিলারটি সুন্দরভাবে সেট হয়ে যাবে, মেকআপ ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং মেকআপ মসৃণ হবে। যে সব আপুরা কনসিলার এপ্লাই করতে চান না তারা চাইলে শুধুমাত্র প্রেসড অথবা কমপ্যাক্ট পাউডার এপ্লাই করে নিতে পারেন। তবে এক্ষেত্রে লুজ পাউডার ব্যবহার না করাই ভালো।
Guerniss Full Coverage Liquid Concealer
In stock
৩. মাশকারা
রেগুলার মেকআপের জন্য চোখের সাজের ক্ষেত্রে আপনার আপার এবং লোয়ার আইল্যাশে ২/৩ কোট মাশকারা এপ্লাই করে নিন। এতে আপনার চোখ স্বাভাবিকের তুলনায় বড় দেখাবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। তবে রেগুলার ইউজের ক্ষেত্রে ওয়াটার প্রুফ মাশকারা ব্যবহার করার চেয়ে রেগুলার মাশকারা ব্যবহার করা ভালো। মাশকারা দেয়ার আগে ব্যবহার করতে পারেন আইল্যাশ কার্লার, এটি আপনার আইল্যাশে ড্রামাটিক ইফেক্ট দিতে সাহায্য করবে।
৪. লিপস্টিক
রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকওভার, উভয় ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লিপস্টিক। মেয়েরা ত্বকে কোনো কিছু এপ্লাই না করলেও লিপস্টিক এপ্লাই করতে কখনো ভুল করে না। আর তাই আপনার নো-মেকআপ, মেকআপ লুক ক্রিয়েট করতেও কিন্তু লিপস্টিকের বিকল্প
Guerniss Full Cover Matte Foundation – 30ml
In stock