Blog
চন্দন এর ফেসপ্যাক ব্যবহারে পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক
চন্দন একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ সুগন্ধি যুক্ত ভেষজ উদ্ভিদ। প্রাচীনকাল থেকে ত্বক পরিচর্যা সহ নামী-দামি প্রসাধনীতে চন্দন ব্যবহার হচ্ছে। চন্দনকে ইংরেজিতে বলা হয় ‘স্যান্ডাল উড’ এবং চন্দনের বৈজ্ঞানিক নাম "Santalum Album"। চন্দন ছোট থেকে মাঝারি ধরণের বৃক্ষ। এর উচ্চতা সাধারণত ১৫-১৮ মিটার এবং বেড় ২-৪ মিটার পর্যন্ত হয়। শ্বেত চন্দন ভারতের বিন্ধ্যপর্বতের দক্ষিণে কর্ণাটক ও তামিলনাড়ুতে বেশি পাওয়া যায় এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উড়িষ্যাতেও চন্দন দেখা যায়। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় চন্দন পাওয়া যায়। ঔষধি গুণাগুণ এবং রূপচর্যায় ব্যবহারের জন্যই চন্দনের এত কদর ও সুখ্যাতি রয়েছে। আজ আমরা চন্দন ব্যবহারের উপকারিতা এবং এটি ব্যবহারের নিয়ম জানার চেষ্টা করবো।
চন্দন গুঁড়ো ব্যবহারে উপকারিতা
- চন্দন ব্রণ, দাগছোপ কমাতে দারুণ কার্যকরী। চন্দনে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
- ট্যান দূর করতে সাহায্য করে চন্দন গুঁড়ো।
- কোমল ও মসৃণ ত্বক পেতে চন্দন কার্যকরী।
- ত্বকের তৈলাক্ত ভাব দূর করা সহ ব্র'ণের সমস্যা সমাধানে চন্দন গুঁড়ো দারুণ কার্যকরী।
- ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করা সহ ত্বকে ময়েশ্চার ফিরিয়ে আনতে চন্দন উপকারী।
- এছাড়াও ত্বকের রোদেপোড়া দাগ দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
চন্দন গুঁড়ো যেভাবে ব্যবহার করবেন
চন্দন ব্যবহারে পূর্বে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। এবার চন্দন গুঁড়োর সাথে পরিমাণ মত পানি মিশিয়ে পেস্ট তৈরি নিন। আপনার ত্বকের ধরণ অনুযায়ী গোলাপজল, দুধ, মধু, হলুদ গুঁড়ো অথবা দই যে কোনো উপাদান ব্যবহার করতে পারেন। মিশ্রণটি মুখমণ্ডল, হাত, পা, গলা, কনুইসহ শরীরের যে কোনো অংশে ব্যবহার করে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ত্বক হালকা ভিজিয়ে আলতো ভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন এবং ব্যবহারের পর অবশ্যই ত্বকের ধরণ অনুযায়ী ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
এবার চলুন জেনে নিই ত্বকের কোন সমস্যার জন্য কিভাবে পেস্ট তৈরি করবেন -
- ত্বকের ময়েশ্চার ফিরে পেতে ১ চা চামচ চন্দন গুঁড়ো, ১/৪ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ আমন্ড অয়েল ও সামান্য গোলাপ জল মিশেয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন।
- ত্বকের ট্যান দূর করতে চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য হলুদ ও টক দই বা দুধ মিশিয়ে নিন।
- মৃত কোষ দূর করে কোমল ত্বক পেতে ১ চামচ চন্দন গুঁড়োর সঙ্গে ২ চামচ পাকা পেঁপের পেস্ট মিশিয়ে নিন।
- মুখের তৈলাক্ত ভাব দূর করতে চন্দন গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন।
- ব্র'ণের সমস্যা বা ব্র'ণের দাগছোপ দূর করতে গোসলের আগে প্রতিদিন মুখে চন্দন পেস্ট লাগান।
আরো জানুন স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও প্রাণবন্ত করতে ব্যবহার করুন থানাকা গুঁড়ো
Toning & Deep Pore Cleansing Charcoal Pack । Charcoal Mask I Clay Mask I অ্যাক্টিভেটেড চারকোল ক্লে মাস্ক (60 gm)
In stock