Blog
ত্বকের যত্নে গোলাপের পাপড়ি গুঁড়ো কেনো এত উপকারী
ত্বকের সৌন্দর্য বাড়াতে আমরা কত কিছুই না করি। তবে রাসায়নিক যুক্ত প্রসাধনী ব্যবহার থেকে দূরে থাকাই উত্তম, কারণ এগুলো আপনাকে স্বল্প সময়ের জন্য সৌন্দর্য বাড়ালেও এক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এখন থেকে আপনার ত্বকের যত্নে রাখুন প্রাকৃতিক উপাদান। ঠিক তেমনই একটি প্রাকৃতিক উপাদান হলো গোলাপের পাপড়ি। রূপচর্চায় গোলাপ পাপড়ি গুঁড়োর উপকারিতা হয়তো অনেকের অজানা। তাই আমরা আলোচনা করবো এর উপকারিতা এবং ব্যবহার বিধি।
গোলাপ পাপড়ি গুঁড়োর উপকারিতা
- ঠোঁটের বিভিন্ন সমস্যা যেমন ঠোঁঠের কালো দাগ, শুষ্ক ভাব দূর করতে গোলাপের পাপড়ি কার্যকরী।
- ত্বকের সতেজ এবং উজ্জ্বলতা বাড়াতে গোলাপের পাপড়ি গুঁড়ো ব্যবহার করা খুবই কার্যকরী।
- রোদে পোড়া ভাব দূর করতে এটি ব্যবহার করা যেতে পারে।
- গোলাপ পাপড়ি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং বিভিন্ন দূষণ, ও ক্ষতিকারণ জীবাণু থেকে ত্বককে রক্ষা করে।
- ব্রণ ও ব্রণের দাগ দূর করে ত্বককে ময়েশ্চারাইজড রাখতে কার্যকরী এটি।
- গোলাপের পাপড়িতে থাকা ভিটামিন-সি যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে ত্বককে রক্ষা করে।
গোলাপ পাপড়ি গুঁড়োর ব্যবহারের নিয়ম
আপনার প্রয়োজন অনুযায়ী গোলাপের পাপড়ি গুঁড়োর সাথে পরিমাণ মত পানি মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন। তবে ত্বকের সমস্যার উপর এই পেস্ট তৈরির নিয়মের কিছুটা পার্থক্য রয়েছে।
এবার চলুন জেনে নিই ত্বকের কোন সমস্যার জন্য কিভাবে পেস্ট তৈরি করবেন -
- ঠোঁটের যত্নে গোলাপ পাপড়ি গুঁড়োর সাথে দুধ আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং ১০ মিনিট ঠোঁটে লাগিয়ে রাখুন।
- ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়াতে সকালে ঘুম থেকে উঠে পরিমাণ মতো পাপড়ি গুঁড়ো নিয়ে পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে দিন। ২০/২৫ মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলুন।
- ত্বকে ময়েশ্চার ফিরে পেতে ২ টেবিল চামচ অলিভ অয়েল এর সাথে ১ চামচ গোলাপ পাপড়ি গুঁড়ো মিশিয়ে মুখে লাগান।
- ব্রণের সমস্যা দূর করতে গোলাপ পাপড়ি গুঁড়োর সাথে লেবুর গুঁড়ো মিশিয়ে ব্রণের স্থানগুলোতে লাগাতে পারেন।
- চোখের নিচের কালো দাগ দূর করতে একটি পাত্রে কিছু গোলাপ গুঁড়ো ভিজিয়ে রাখুন, এর পর চোখের নিচে কালো স্থানে লাগিয়ে দিন। এবং চোখ বন্ধ করে ১৫ মিনিট এর মতো রেখে ধুয়ে ফেলুন।
- হাতের উজ্জ্বলতা ও কোমলতা বাড়াতে ২ চামচ চালের গুঁড়ো ও একটি ডিমে খোসার গুঁড়োর সাথে গোলাপের পাপড়ি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে ১৫ থেকে ২০ মিনিট হাতে লাগিয়ে রাখুন।
Related Posts
05 May 2024
রেগুলার মেকআপ কমপ্লিট করুন মাত্র ৪ টি প্রোডাক্ট দিয়ে!
ইউনিভার্সিটি, অফিস কিংবা রেগুলার বাইরে বের হতে গেলে, একেবারে খালি ত্বকে বের হওয়া যায় না। সেইসাথে ঝটপট তৈরি হওয়াও প্রয়োজন। আর চটজলদি তৈর...
04 May 2024
বয়সের ছাপ দূর করুন মাত্র ১টি প্রোডাক্ট ব্যবহার করে!
ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে? কী করবেন বুঝে উঠতে পারছেন না? বাজারে হাজার হাজার প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট ব্যবহার করবেন তা নিয়ে দ্ব...
03 May 2024
ত্বকের যত্নে বরফ যা আপনাকে দেবে উজ্জ্বল ও তৈলাক্ততা মুক্ত ত্বক
বরফ শীতল তাপমাত্রা আপনার ত্বকের জন্য খুব বেশি উপকারী না হলেও ত্বকে বরফ ব্যবহারের উপকারিতা আপনাকে অবাক করে দিতে পারে। প্রদাহ এবং ফোলাভাব...
03 May 2024
যে কারণে সানস্ক্রিন ব্যবহার আপনার এখন থেকে শুরু করা উচিৎ
নিয়ম করে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করছেন তো? যদি না করে থাকেন তাহলে কিন্তু খুব বিপদ। সূর্যরশ্মির ক্ষতিকর আভা হতে পারে আপনার ত্বকে ক্য...
08 Feb 2024
হরিতকী নামের এই মহৌষধ খেলে আজ থেকেই যে সকল সমস্যা সমাধান হয়ে যাবে
ভেষজ গাছ হিসেবে হরিতকীর খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। কেন না এটি বিভিন্ন রোগের মহৌষধ হিসাবে ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। এই ফল টি তেতো স্বাদ...
07 Feb 2024
সব রোগের ঔষধ ত্রিফলা খাওয়ার নিয়ম এবং উপকারিতা জেনে নিন।
ত্রিফলা একটি ভেষজ প্রতিকার এটি কয়েক শতাব্দী ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। কারণ এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ত্রিফল...
04 Feb 2024
মুলতানি মাটি ব্যবহারের সঠিক নিয়ম জানলে পাবেন ম্যাজিকের মতো উপকারিতা
মুলতানি মাটি হলো বিশেষ একধরণের কাদা মাটি যা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয় এই মাটি। বৈজ্ঞান...
31 Jan 2024
নিম পাতার ঔষধি গুণাগুণ এবং খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন
নিম গাছ কে বলা হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান বৃক্ষ। এটি এমন একটি বৃক্ষ যার পাতা, ফুল, ডাল, রস সবই মানুষের দৈনন্দিন জীবনে বহুবিধ কাজে ব্যবহ...
27 Jan 2024
চন্দন এর ফেসপ্যাক ব্যবহারে পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক
চন্দন একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ সুগন্ধি যুক্ত ভেষজ উদ্ভিদ। প্রাচীনকাল থেকে ত্বক পরিচর্যা সহ নামী-দামি প্রসাধনীতে চন্দন ব্যবহার হচ্ছে। ...
25 Jan 2024
মেহেদি গুঁড়োর উপকারিতা জানলে আপনি অবাক হতে বাধ্য
মেহেদি বা হেনা বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, মেহেদি ছাড়া যেন কোনো অনুষ্ঠানের পূর্ণতাই পায় না। বিশেষ করে ঈদ এবং বিবাহের আয়োজনে...
13 Aug 2023
ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনুন ‘লাবণ্যলতা’ ব্যবহার করে।
ত্বকের উজ্জ্বলতা কোথাও হারিয়ে গেছে, তাই না? প্রতিদিনের ধুলো-বালি, ময়লা আর দূষণের কারণে আমাদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়...
29 Apr 2021
ব্রণের সমস্যা ও তার সমাধান !
ব্রণ (acne vulgaris, সাধারণ ব্রণ) একটি রোগ যা বয়ঃসন্ধিকালে প্রায় সমস্ত কিশোর-কিশোরীদের হয়ে থাকে। এক্ষেত্রে মুখ, বুক এবং পিঠের লোমকুপে...