Blog
বলিরেখার সমস্যা সমাধানে ফ্রুট অব দ্য ওয়াকালির কোলাজেন অ্যান্টি এজিং সিরাম!
ফ্রুট অব দ্য ওয়াকালির কোলাজেন অ্যান্টি এজিং সিরামটি একটি মাল্টিফাংশনাল সিরাম যেটা আপনার ত্বকের বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকের ময়েশ্চার ব্যালেন্স করবে এবং উজ্জ্বল করতে সাহায্য করবে। এটি আপনার ত্বকের বলিরেখা দূর করে, দাগছোপ কমায় এবং ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়। একই সাথে এটি আপনার ত্বককে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে। এতে আছে হায়ালুরোনিক অ্যাসিড, রেটিনল, কোলাজেন, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট এবং ভিটামিন সি। সিরামটিতে কোনো ধরণের এলকোহল নেই, কোনো ধরণের কালার অথবা সুগন্ধি এতে ব্যবহার করা হয়নি। এটি প্যারাবেন এবং সিলিকন ফ্রি।
ফ্রুট অব দ্য ওয়াকালির কোলাজেন অ্যান্টি এজিং সিরাম - এ ব্যবহৃত উপাদানগুলো প্রাকৃতিক এবং এগুলো আমরা সবাই কম বেশি আমাদের রেগুলার ত্বকের যত্নে ব্যবহার করে থাকি। গুণাগুণে ভরপুর এই উপাদানগুলো একসাথে পেয়ে যাবেন সিরামটিতে। তো চলুন এ সিরামটিতে ব্যবহৃত উপাদানগুলোর গুণাগুণ সম্পর্কে আলাদা করে জেনে নেই।
হায়ালুরোনিক অ্যাসিড
হায়ালুরনিক অ্যাসিড এক ধরণের সুগার মলিকিউল, যা আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং যা আমাদের ত্বককে হাইড্রেটেড, প্লাম্পি ও ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। ত্বককে সতেজ এবং স্বাস্থ্যকর রাখতে হায়ালুরনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা হয়। ত্বককে সুন্দর ও হাইড্রেটেড রাখাই হায়ালুরনিক অ্যাসিডের প্রধান কাজ।
- এই উপাদানটি ত্বকের সেলগুলোকে হাইড্রেটেড করে।
- ত্বককে ময়েশ্চারাইজড করে।
- ত্বকের কোলাজেন প্রোডাকশন বুস্ট করে।
- ত্বককে ভেতর থেকে মেরামত করতে সাহায্য করে।
- পোরস মিনিমাইজ করতে সাহায্য করে।
- এটি ত্বকের টেক্সশ্চার স্মুদ কোরেটর করে।
- রিংকেল এবং ফাইনলাইনস কমাতে সাহায্য করে।
রেটিনল
‘অ্যান্টি-এজিং’ এর জন্য রেটিনল (RETINOL) অনেক কার্যকরী একটি উপাদান। এতে রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ও ‘সি’। এটি মুখের বলিরেখা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
- ‘ফাইন লাইন’ ও ‘রিঙ্কেল’ দূর করতে এটি কাজ করে।
- এক্সিজটিং ফাইনলাইন কমাতে সাহায্য করে।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- ত্বকে বয়স্কভাব কমাতে সাহায্য করে।
- ব্রণের সমস্যাও দূর করে।
কোলাজেন
ত্বকের তারুণ্য ধরে রাখতে কোলাজেনের কোনো বিকল্প নেই। এটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।
- এটি ত্বকের রোদে পোড়া ভাব কমাতে ও পুড়ে যাওয়া ত্বকের জ্বালাপোড়া রোধ করতে সাহায্য করে।
- সিরামটিতে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক কোলাজেন যা সরাসরি আমাদের ত্বকে কাজ করবে এবং আমাদের ত্বকে কোনো ধরণের ক্ষতি করবে না।
অ্যালোভেরা
অ্যালোভেরা জেলে আছে নানা উপকারী উপাদান। যেমন এতে আছে ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, লিগনিন, স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড। এছাড়াও এতে আছে ভিটামিন বি ১২, ফলিক অ্যাসিড এবং কোলাইন।
- এটি ত্বকের বলিরেখা মলিন করে।
- অ্যালোভেরা রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে।
- ব্র্রণের সমস্যা থাকলে তা ঠিক করে দিতে পারে।
- এতে আছে হিলিং উপাদান, যা ত্বকের প্রদাহ কমায়।
ভিটামিন সি
ভিটামিন সি এর গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাই আপনার দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন সি সমৃদ্ধ প্রডাক্ট যোগ করা অত্যন্ত জরুরি।
- ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মিজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে।
- এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোও সজীব করে তোলে।
- ত্বক নরম ও মসৃণ করে তোলে।
- এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
- এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন প্রোডাকশন বাড়ায়।
তাই ত্বকের দাগছোপ, বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল, কোমল ও ময়েশ্চারাইজড রাখতে ফ্রুট অফ টি ওয়াকালির কোলাজেন অ্যান্টি এজিং সিরামটি ব্যবহার করতে পারেন। চলুন এবার জেনে নেই এর ব্যবহারবিধি সম্পর্কে -
ব্যবহারবিধি
- ২/৪ ফোঁটা সিরাম হাতের তালুতে নিয়ে নিন।
- কপাল, গালে, নাকের চারপাশে, থুতনিতে এবং গলায় অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করে নিন।
- সবশেষে স্কিন টাইপ অনুযায়ী একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন।
Handmade Saffron Goat Milk Cleanser । জাফরান হ্যান্ডমেড গোট মিল্ক ক্লেনজার (80gm)
In stock