ব্রণের সমস্যা কিভাবে সমাধান করবো তা নিয়ে আমরা অনেক বিভ্রান্তিতে থাকি। অনেক সময় বুঝে উঠতে পারি না ব্রণের সমস্যা সমাধানে ঠিক কোন প্রোডাক্ট গুলো ব্যবহার করবো অথবা কোন পদ্ধতি অনুসরণ করলে কম সময়ে কার্যকরী ফলাফল পাবো। আজ আমি আপনাদের যেই প্রোডাক্টটি ব্যবহার করার পরামর্শ দিবো, সেটি আপনার ত্বকের ব্রণের সমস্যা দূর করার পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল ও লাবণ্যময়ী।
আমরা সবাই কম বেশি ব্রণ অথবা পিম্পল এর সমস্যায় ভুগি। বিশেষ করে টিনেজার ছেলে-মেয়েদের ক্ষেত্রে ব্রণ একটি সাধারণ সমস্যা। তবে ব্রণ যেকোনো বয়সের মানুষেরই হতে পারে। ব্রণ বা পিম্পল বিভিন্ন রকম হয়ে থাকে। ছোট ছোট লালচে, গোল ফুসকুড়ির মতো, আবার বড় বড় ব্রণ। অনেক ক্ষেত্রেই ব্রণ খুব যন্ত্রণাদায়ক হয়ে থাকে। ব্রণের কারণে ত্বকে গর্ত, দাগ ইত্যাদি দেখা দিতে পারে। কারো কারো মুখে ব্রণের তীব্রতা বেশি থাকলে মুখের ত্বক অমসৃণ হয়ে যায়। ব্রণে আঙ্গুল কিংবা নখ দিয়ে স্পর্শ করলে করলে সেখানে কালো দাগ পরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ব্রণের এই সমস্যাগুলো সমাধান করুন সতেজ মন্ত্র ব্যবহার করে। সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে তৈরি করার কারণে টিনেজাররাও এটি ব্যবহার করতে পারবে।
ব্রণের সমস্যা দূর করার উপায় হিসাবে সতেজ মন্ত্র ব্যবহার:
► ব্রণের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী
► দাগছোপ ও বলিরেখা দূর করে।
► এটি ত্বকের যত্নে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, ত্বকের মলিনতা দূর করতে হেল্প করে।
► রোদে পোড়াভাব দূর করে ত্বককে করে তোলে লাবণ্যময়ী।
► ত্বকের অমসৃণতা দূর করে ও রোমকূপ পরিষ্কার করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
► ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
সতেজ মন্ত্র এর উপাদান:
সতেজ মন্ত্রের মূল এবং প্রধান উপাদানই হচ্ছে মরিঙ্গা পাতা অথবা সজনে পাতার পাউডার, এটি ত্বকের ব্রণ বা পিম্পল প্রতিরোধ করতে অত্যন্ত সহায়ক। এছাড়া ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ত্বকের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি ত্বকের প্রয়োজনীয় প্রোটিন তৈরী করে যা পোরস মিনিমাইজ রাখতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে।
এছাড়া সতেজ মন্ত্রে ব্যবহার করা হয়েছে বেনটোনাইট ক্লে যা আমাদের ত্বকে স্পঞ্জ এর মতো কাজ করে। বেনটোনাইট ক্লে আমাদের স্কিন থেকে অতিরিক্ত ময়লা, তেলতেলে ভাব দূর করে। সিবাম কন্ট্রোল করতে সাহায্য করে, সিবাম এর কারণেই মূলত আমাদের স্কিন এ পিম্পল বা ব্রণ হয়। বেনটোনাইট ক্লে-র এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টি-ইনফ্লামেটরি প্রোপারটিস আমাদের ত্বককে ঠিক করতে সাহায্য করে।
সেই সাথে “সতেজ মন্ত্রে” আছে মঞ্জিষ্ঠা গুঁড়ো। এটি ব্রণের দাগ দূর করতে সাহায্য করে সেই সাথে ত্বকে কোনো দাগ ছোপ থেকে থাকলে তা দূর করে, এটি ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে, ত্বকে কোনো ধরনের লালচে ভাব থাকলে তা দূর করবে এবং ত্বকের মৃত কোষ দূর করবে। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে আরো বেশ কিছু প্রাকৃতিক উপাদান, যা আপনার ত্বকের ব্রণের সমস্যা দূর করার পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে প্রাণবন্ত।
ব্যবহারবিধি
ব্যবহারের আগে মুখ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর পরিমাণ মত সতেজ মন্ত্র পানির (পানির পরিবর্তে মধু, দুধ অথবা গোলাপজল ব্যবহার করতে পারেন) সাথে মিশিয়ে ভারী পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। এরপর ১০- ১৫ মিনিট অথবা পেস্ট শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেস্ট সম্পূর্ণ শুকিয়ে গেলে ত্বক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে হবে, তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে প্রতিদিনও ব্যবহার করতে পারেন।