লোকমুখে শোনা যায় কয়লা ধুলে ময়লা যায় না। অথচ কুচকুচে কালো বস্তুটির মধ্যেই রয়েছে ত্বক পরিষ্কারের
চৌম্বক শক্তি। আমরা রান্না বা গ্রিল করার সময় বিভিন্ন কাঠ পুড়িয়ে যে কয়লা পাই সেই কয়লা ত্বকের যত্নে সরাসরি ব্যবহার করা যায় না। ত্বকের যত্নে ব্যবহার করতে হবে পরিশোধিত কয়লা। যাকে ইংরেজিতে বলে ‘অ্যাকটিভেটেড চারকোল'।
বিভিন্ন জৈব পদার্থ যেমন খড়, পাটকাঠি, নারকেলের খোসা, বিভিন্ন গাছের কাঠ ইত্যাদি পুড়িয়ে তৈরি হয় সাধারণ কয়লা। কিন্তু সাধারণ কয়লার এবং পরিশোধিত কয়লার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন সাধারণ কয়লা রূপচর্চায় সরাসরি ব্যবহার করা যায় না, ব্যবহারযোগ্য করে তুলতে গ্যাস ও স্টিম দিয়ে পরিশোধিত করতে হয়। পরিশোধিত কয়লা তৈরিতে কোন প্রকার বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় না। আর এই পরিশোধিত কয়লাই ত্বকের ময়লা পরিষ্কার করতে ব্যবহার করা হয়। শুধু মাত্র ত্বকই নয় বরং দাঁত পরিষ্কার করা এবং বিভিন্ন ঔষধ তৈরিতেও ব্যবহার করা হয় অ্যাকটিভেটেড চারকোল।
চারকোল মাস্ক ব্যবহারের নিয়ম
চারকোল মাস্ক মুখের কালচে দাগছোপ, পিগমেন্টেশন, রোদে পোড়া ভাব, ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব এবং নাকের উপরে থাকা ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস সহ ত্বকের নানান সমস্যা সমাধানের জন্য চারকোল মাস্ক ব্যবহার করা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক যেভাবে আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারেন চারকোল মাস্ক এবং সেই সাথে জানবো ব্যবহারের নিয়মাবলীঃ
- চারকোল মাস্ক মুখে লাগানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নেওয়া উত্তম। চাইলে আপনি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
- একটা পরিষ্কার পাত্রে পরিমাণ মত পানির সাথে চারকোল পাউডার ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবং আলতো ভাবে রাব করে, পুরু করে ত্বকে মেখে নিন।
- ১৫ থেকে ২০ মিনিট অথবা পেস্ট শুকানাে পর্যন্ত ত্বকে রেখে দিতে হবে।
পেস্ট শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। - মুখ পরিষ্কারের পর ত্বকে ময়েশ্চারাইজার লাগানো প্রয়োজন। চোখের চারপাশে কোনও ভাবেই এই চারকোল মাস্ক লাগাবেন না।
চারকোল মাস্ক ব্যবহারের উপকারিতা
- চারকোল মাস্ক মুখের কালচে দাগছোপ দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
- পিগমেন্টেশন ও রোদে পোড়া ভাব দূর করে।
ত্বকের লোমকূপ সহ ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
Toning & Deep Pore Cleansing Charcoal Pack । Charcoal Mask I Clay Mask I অ্যাক্টিভেটেড চারকোল ক্লে মাস্ক (60 gm)
In stock
- যাদের মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাব রয়েছে তাদের জন্য চারকোল মাস্ক ব্যবহার খুবই উপকারী।
- নাকের উপরে থাকা ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস সহ ত্বকের নানান সমস্যা সমাধানের জন্য চারকোল মাস্ক খুবই কার্যকরী।
- অ্যাক্টিভেটেড চারকোল ত্বক থেকে ব্যাকটেরিয়া, কেমিক্যাল, দূষিত পদার্থ এবং অন্যান্য মাইক্রো-পারটিকেল শুষে নিয়ে ত্বককে রাখে পরিষ্কার এবং জীবাণু মুক্ত।
গ্রীষ্মকালে চারকোলের ব্যবহার
গ্রীষ্মকালে ত্বকের যত্ন নেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। ঘাম, ধুলোবালি, তার উপর দূষণের কারণে ত্বক নষ্ট হয়ে যায়। ফলে গ্রীষ্মকালে মুখে র্যাশ ও ব্রণ সবচেয়ে বেশি দেখা দেয়। তাই এই সময় বেশি করে ত্বকের যত্ন নেওয়া উচিৎ। এইসময় ত্বকের যত্নের জন্য আপনি চারকোল ব্যবহার করতে পারেন। চারকোল ব্যবহার করলে মুখ থেকে ধুলোবালি, ব্যাকটেরিয়া দূর হয়।
আরো জানুন মেহেদি গুঁড়োর উপকারিতা জানলে আপনি অবাক হতে বাধ্য