Blog
মাল্টি ফাংশনাল রোজ সিরাম!
সৌন্দর্য এবং গোলাপ এ দুটো যেনো একে অপরের পরিপূরক। আর ত্বকের যত্নে আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে গোলাপ ফুল বা গোলাপের নির্যাস। প্রতিদিনের রূপচর্চায় টোনার অথবা ফেস মিস্ট হিসেবে হোক কিংবা ফেস মাস্কের উপাদান হিসেবে হোক, গোলাপের যেনো কোনো বিকল্প নেই।
গোলাপ ত্বককে করে স্নিগ্ধ, আর্দ্র আর সতেজ। আর সেই গোলাপের নির্যাস যদি কোনো সিরামে ব্যবহার করা হয় তাহলে তো কোনো কথাই নেই। বলছিলাম, গোলাপ ফুলের নির্যাস সমৃদ্ধ দ্য ফ্রুট অব ওয়াকালি মাল্টি ফাংশন এসেন্স রোজ ফেসিয়াল সিরাম এর কথা। এই সিরামটি আপনাদের ত্বককে মলিন হয়ে যাওয়া থেকে রক্ষা করবে তেমনি ত্বককে করে তুলবে প্রাণবন্ত। পাশাপাশি ত্বকে অতিরিক্ত হলদে ভাব থেকে থাকলে সেটি দূর করতেও সাহায্য করবে। ত্বকে মেলানিনের অসামঞ্জস্যতা দূর করে ত্বককে করে তুলবে কোমল ও উজ্জ্বল।
মৃত এবং ড্যামেজ কোষকে পুনরোজ্জীবিত করে তুলবে সেইসাথে একনি অথবা পিম্পলের সমস্যা দূর করবে। ত্বকে দীর্ঘদিনের পুরোনো কোনো দাগ থেকে থাকলে সেটি দূর করবে। গোলাপের নির্যাস ছাড়াও এতে আছে গ্লিসারিন, হায়ালুরোনিক এসিড, অ্যালোভরা, আলমন্ড অয়েলসহ ইফেক্টিভ কিছু উপাদান।
মাল্টি ফাংশন এসেন্স রোজ ফেসিয়াল সিরামটি -
- ত্বকের বলিরেখা দূর করে।
- ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে ও নষ্ট ত্বক পুনরুদ্ধারে কাজ করে।
- এর নিয়মিত ব্যবহার ত্বককে মসৃণ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
- ত্বককে করে তোলে হাইড্রেটেড ও প্রাণবন্ত।
- ময়েশ্চার ব্যালেন্স করতে সাহায্য করে।
- পোর মিনিমাইজ করে।
- একনি বা পিম্পল রিমুভ করতে সাহায্য করে।
- ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ওয়েল ফ্রী এবং ক্লিয়ার স্কিন পেতে সাহায্য করে।
ব্যবহারবিধি -
- ২/৪ ফোঁটা সিরাম হাতের তালুতে নিয়ে নিন।
- কপাল, গালে, নাকের চারপাশে, থুতনিতে এবং গলায় অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করে নিন।
- সবশেষে স্কিন টাইপ অনুযায়ী একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন।
Fruit Of The Wokali Multi-Function Essence Rose Facial Serum (40ml)
In stock
Handmade Saffron Goat Milk Cleanser । জাফরান হ্যান্ডমেড গোট মিল্ক ক্লেনজার (80gm)
In stock