ব্যবহারবিধিঃ
হেয়ার প্যাকটি ব্যবহারের পূর্বে অবশ্যই চুলে তেল ব্যবহার করতে হবে (তেল প্রাকৃতিক হলেই ভালো যেমন: কেশ টনিক)। পরিমাণ মত প্যাক একটি ডিম (লেবুর রস, টক দই ব্যবহার করা যাবে) এবং পরিমান মত পানি দিয়ে মিশ্রণ তৈরি করে চুলে সিঁথি করে ভাগে ভাগে মিশ্রণটি লাগাতে হবে। ১০ থেকে ২০ মিনিট পরে বা হাল্কা শুকিয়ে আসলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভালো ফলাফল পেতে অবশ্যই সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন।
উপকরণ (বৈজ্ঞানিক নাম): হিবিস্কাস, ফিলান্থাস এমিবকা, লসােনিয়া ইনারমিস এবং আরাে কিছু দুর্লভ প্রাকৃতিক উপাদান।
সতর্কীকরণ :
প্যাক খোলার ২ মাসের মধ্যে ব্যবহারযোগ্য। অবশ্যই বায়ুরুদ্ধ পাত্রে সংরক্ষণ করতে হবে।
Rima Akter –
আমি সময়ের স্বল্পতার কারনে সপ্তাহে ১ দিন করে ব্যবহার করেছি আর তাতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পেয়েছি
আনিসা বেগম –
আমি চুল পড়া বন্ধের জন্য প্রথমে কেশ বিলাশ নিয়েছিলাম তবে দেখলাম যে এটা চুলের প্রোটিন প্যাক। তাই পরে আবার কেশ রঙ্গন আর কেশ টনিক নিয়েছি
Rahima Khatun –
Packet kholar por matro 2 mas meyad thake, eta arektu barano gele subidha hoto…
Nurun Nahar –
আমার রুক্ষ চুলের সমাধানের জন্য কেশ বিলাশ হেয়ার প্যাক টা নিয়েছিলাম, ভালোই কাজ করছে
Tania Jahan Mukta –
আমার চুুলে কালার করার পর অনেক ভেঙ্গে যাচ্ছিল তখন এই কেশ বিলাশ হেয়ার প্যাক টা নিয়ে ব্যবহার করেছিলাম
Salina Akter –
পর পর ২বার চুল রিবন্ডিং করার ফলে আমার চুলের খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। পরে এই হেয়ার প্যাক টা ব্যবহারের পর আলহামদুলিল্লাহ চুল আগের থেকে অনেক টাই স্বাস্থ্যোজ্জ্বল মনে হচ্ছে আমার কাছে
Tanjila Rashid –
হেয়ার প্যাক টা ভালো তবে এর সাথে ডিম ও লেবুর রস ব্যবহার করলে আরো বেটার রেজাল্ট পাওয়া যায়