Blog
রিঠা গুঁড়ো ব্যবহারেই চুলের সকল সমস্যার সমাধান
রিঠা অনেক গুণাগুণে ভরপুর সম্পূর্ণ। ভারতবর্ষে প্রাচীনকাল থেকে রিঠা আয়ুর্বেদশাস্ত্রে নানা ভাবে ব্যবহার হয়ে আসছে। এটি এক প্রকার গাছের ফল, যে গাছের নাম রিঠা। রিঠার বহু শাখা-প্রশাখা বিশিষ্ট বড় আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম "স্পিনডুস এমারজিনাতুস" মাঝারি পাহাড়ি অঞ্চলে এটি জন্মায়। রিঠা গাছের উচ্চতা ১০ থেকে ১২ মিটার পর্যন্ত হয়ে থাকে। এর পাতা লম্বা আগা চিকন। ফুল ছোট ও সাদা। শীত কালে ফুল আসে ফুলের পরে আসে ফল। সেপ্টেম্বর - অক্টোবরে ফল পাকে, কাঁচা ফলের রং সবুজ। এই ফল শুকিয়ে সংরক্ষণ করা হয়। শুকনো রিঠা দেখতে বরইয়ের মত। শুকনো রিঠাকে গুঁড়ো করে তৈরি করা হয় রিঠা গুঁড়ো।
প্রাকৃতিক এই উপাদান চুলের জন্য খুবই কার্যকর, এটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না।
আপনি হয়তো ভাবছেন চুল পড়া কিভাবে বন্ধ করা যায় আর নতুন চুল কিভাবে গজানো যায়। এই গুলো নিয়ে প্রশ্নের শেষ নেই। অনেকের প্রশ্ন চুল পড়া বন্ধ করতে কোন শ্যাম্পু ব্যবহার করব? কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোন শ্যাম্পু চুল পড়া বন্ধ তো করেই না বরং এগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে চুল পরা আরও বাড়ে।
এখন যদি বলি একদম প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চুলের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন। তাহলে ব্যাপারটি কেমন হবে! সেই উপাদানটি হলো রিঠা গুঁড়ো। এটি ব্যবহারেই আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
রিঠা গুঁড়ো ব্যবহারে চুলের যে উপকার হয়
- চুল পড়া কমে
- রিঠা গুঁড়ো নিস্তেজ ও শুষ্ক চুলকে উজ্জ্বল ও ঝলমলে করে
- মাথার ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে
- নতুন চুল গজাতে সাহায্য করে
- এটি ব্যবহারে চুলের ঘনত্ব বাড়ে
- খুশকি আর উকুন দুর করতে কার্যকর
- কন্ডিশনার ব্যবহার করার দরকার হয় না
- চুল ভাঙ্গা রোধ করে চুল কে রাখে মজবুত
- কোঁকড়া চুল সোজা করতে ভূমিকা রাখে
- চুলকে নরম ও মসৃণ করে
- চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখে
যেভাবে রিঠা গুঁড়ো ব্যবহার করবেন
আপনার চুলের সার্বিক সুস্থতা ও ঝলমলে চুল পেতে তৈরি করে নিন রিঠা গুঁড়ো দিয়ে হেয়ার প্যাক। আপনার চুলের ঘনত্ব এবং চুলের সাইজ অনুযায়ী পরিমাণ মত রিঠা গুঁড়ো নিয়ে নিন। সাথে পরিমাণ মত পানি মিশিয়ে নিন যাতে বেশি শক্তও না থাকে আবার বেশি নরমও না হয়। ভালো ফলাফল পেতে ২-৩ চামচ লেবুর রস ও দই মেশাতে পারেন। চুল বেশি ঝলমলে পেতে রিঠা গুঁড়োর সাথে মেহেদি গুঁড়ো মেশালে ভালো ফলাফল পাওয়া যায়।
পেস্টটি মাথার ত্বক থেকে শুরু করে সমস্ত চুলে ভালো করে লাগিয়ে নিন। চুলের আগাতে অবশ্যই প্রয়োগ করুন এতে চুল ফাটার, চুলে আগা ভেঙ্গে যাওয়ার মত সমস্যা দূর হবে অনায়াসে। শুকিয়ে আসলে ধুয়ে ফেলুন।
কিছু বিষয় যা মেনে রিঠা গুঁড়ো ব্যবহার করা হলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় -
- শুষ্ক চুলে রিঠা গুঁড়ো অল্প পরিমাণে ব্যবহার করবেন।
- সপ্তাহে দুই বারের বেশি ব্যবহার না করাই ভালো। এতে চুল বেশি শুষ্ক হয়ে যেতে পারে।
- রিঠা গুঁড়ো ব্যবহার করলে নিয়মিত সপ্তাহে এক দিন চুলে নারকেল তেল দিতে হবে।
আরো জানুন চুল কেন ঝরে পড়ে? কিভাবে চুল ঝরে পড়া রোধ করবেন ?
Kesh Rangan। কেশ রঙ্গন। Natural Mehendi Nourishing Hair Mask (300 gm)
In stock