Blog
বহেড়ার জাদুকরী সব উপকারিতা এবং খাওয়ার নিয়ম
বহেড়া একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ভেষজ উদ্ভিদ। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম "Terminalia bellirica"। আমাদের দেশে গ্রামাঞ্চলে বহেড়া গাছ প্রায়ই দেখা যায়। বহেড়া গাছের উচ্চতা ৬০-১০০ ফুট পর্যন্ত লম্বা হয়। গ্রীষ্মকালে বহেড়া গাছে ফুল আসে এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে এর ফল পেকে যায়। শীতকালে বহেড়া ফল পরিপক্ব হয়ে গাছ থেকে এমনিতেই মাটিতে পড়ে। ফল গোলাকার কিংবা ডিম্বাকৃতির হয়ে থাকে। কাঁচা বহেড়া ফল সবুজ রঙের তবে ফল পেকে গেলে লাল বর্ণ ধারণ করে। আবার রৌদ্রে শুকালে বাদামি রঙ হয়। ফলের বাইরের আবরণ মসৃণ ও শক্ত এবং ভেতরে একটি মাত্র শক্ত বীজ থাকে। বহেড়া সম্পর্কে তো অনেক কিছুই জানলাম কিন্তু আসল বিষয়টাই তো জানাই হলো না, চলুন এবার জেনে নেওয়া যাক বহেড়া খাওয়ার উপকারিতা এবং কার্যকরী নিয়মাবলী।
বহেড়া শুকিয়ে গুঁড়ো করা হয়। এই গুঁড়োর পূর্ণ উপকারিতা পেতে আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি বহেড়া গুঁড়ো। আমাদের কাছে পাবেন ভালো মানের বহেড়া গুঁড়ো যা বাজারের বহেড়া থেকে অনেক বেশি গুণগত মান সম্পন্ন।
বহেড়া ফল খাওয়ার উপকারিতা
- বহেড়া ফল পেটের কৃ'মি কমায়, জ্বর এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে।
- এছাড়াও পা'ই'লস, শ্বাস'কষ্ট ও কু'ষ্ঠরোগের চিকিৎসায় বহেড়া বেশ উপকারী।
- এটি সাদা বা র'ক্ত আ'মাশ'য়ের সমস্যা দেখা দিলে নিয়ম করে বহেড়া ফলের গুঁড়ো খান।
- এটি সর্দি, কাশি, ঠান্ডার সমস্যা থাকলে বহেড়া গুঁড়ো সেবনে ভালো উপকার পাওয়া যায়।
- হজমের সমস্যা থাকলে প্রতিদিন সকালে এক গ্লাস পানির সাথে এক চামচ বহেড়া গুঁড়ো ভালো করে মিশিয়ে খেলে হজ'মের সমস্যা দূর হয়ে যাবে।
বহেড়া গুঁড়ো খাওয়ার নিয়মাবলী
- কৃ'মি সমস্যা দূর করতে বহেড়া গুঁড়োর সাথে ডালিম পাতার রস এক সাথে মিশিয়ে খেলে কৃমি থেকে মুক্তি পাওয়া যায়।
- জ্বর, সর্দি-কাশি সহ ঠান্ডা জনিত সমস্যা থেকে মুক্তি পেতে বহেড়া গুঁড়োর সাথে সামান্য গরম ঘি এবং মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
- অনিদ্রা দূর করতে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এক চামচ বহেড়া গুঁড়ো মিশিয়ে খেলে ধীরে ধীরে এই সমস্যা ভালো হয়ে যায়।
চুলের যত্নে বহেড়া গুঁড়ো ব্যবহারের উপকারিতা
- বহেড়া গুঁড়ো ব্যবহারে চুল পাকা রোধ করে।
- এটি চুলের রুক্ষতা দূর করে।
- চুল লম্বা ও ঘন করতে সাহায্য করে।
- চুলের খুশকি সমস্যা দূর করতে কার্যকরী এটি।
- নিয়ম করে বহেড়া গুঁড়ো ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
ব্যবহারের নিয়মাবলী
- অকালে চুল পাকা, চুলের উজ্জ্বলতা, চুলের খুশকি ও চুল পড়া বন্ধ করতে পরিমাণ মত বহেড়া গুঁড়ো পানির সাথে মিশিয়ে নিন। এবার সেই পানি সমস্ত চুলে ভালো করে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে এয়ার ফ্রেশনার দিয়ে ধুয়ে ফেলুন।
- চুলের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে দুধ, মধু, বহেড়া গুঁড়ো একসাথে মিশিয়ে চুলে লাগান।
আরো জানুন অশ্বগন্ধা খাওয়ার আশ্চার্যকর উপকারিতা জানতে অবশ্যই এই পোস্টি পড়ুন