Blog
ভৃঙ্গরাজ এক আশ্চর্য আয়ুর্বেদ মহৌষধ যা আপনার বাড়ির আসে পাশেই রয়েছে
আমার আপনার বাড়ির আঙ্গিনায় কতযে ঔষধি গাছ রয়েছে তা আমাদের ধারণার বাইরে। তেমনি একটি ধারুন ঔষধি গাছ হচ্ছে ভৃঙ্গরাজ। এই গাছের লতা পাতায় এমন কিছু উপকারিতা রয়ে যা আপনাকে অবাক করে দিবে। বিশেষ করে চুলের যত্নে খুবই উপকারী চুল পড়া, চুলের খুশকি দূর করা, চুল লম্বা হওয়া ছাড়াও আরো অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে অনেক কার্যকরী।
এই গাছ টি বাড়ির আশেপাশে রাস্তার ধারে হরহামেশাই দেখা যায়। একটা কথা প্রচলিত আছে, যা খুব সহজে পাওয়া যায় তার মূল্য থাকা সত্ত্বেও মূল্য দিতে চাই না। ঠিক তেমনি এই মূল্যবান ভেষজ উদ্ভিদ ভৃঙ্গরাজ। এই গাছ গুলো অন্যান্য লতাপাতার মতো অবহেলায় বেড়ে উঠে। এই গাছগুলো স্যাঁতসেঁতে যায় গায় যেখানে আর্দ্রতা বেশি সেখানে বেশি জন্মায়। পাতা গুলো সবুজ রঙের এবং লম্বায় মাটি থেকে এক ফুট বা তার একটু বেশি হতে পারে। এই গাছে হলুদ বর্ণের ফুল হয় যা মুখের ঘাঁ হলে মুখে ব্যবহার করা হয়।
আপনি হয়তো গুগলে সার্চ করেছেন ভৃঙ্গরাজ সম্পর্কে বিস্তারিত জানতে। কিন্তু দুঃখের বিষয় আপনি সঠিক তথ্য খুঁজে পাননি। আমরা আমাদের সাথে সকল তথ্য শেয়ার করবো যাতে আপনি সহজে উপকৃত হতে পারেন।
যেহেতু আমরা অনেকেই শহরে বসবাস করি, শহরের পরিবেশে তরতাজা ভৃঙ্গরাজ পাতা সংগ্রহ করা অনেক কষ্টের ব্যাপার। আপনি তরতাজা পাতার পরিবর্তে ব্যবহার করতে পারেন ভৃঙ্গরাজ গুঁড়ো তবে ভালো মানের ভৃঙ্গরাজ গুঁড়ো সংরক্ষণ করতে হবে। আমরা দিচ্ছি বাজারের সেরা মানের ভৃঙ্গরাজ গুঁড়ো।
ভৃঙ্গরাজ গুঁড়ো ব্যবহারের উপকারিতা
- ভৃঙ্গরাজের অপর নাম কেশরাজ, এই ভেষজ উদ্ভিদটি সব থেকে বেশি কাজ করে চুল উঠা সমস্যা সমাধানে। এছাড়াও নতুন করে চুল গজানো চুলের খুশকি দূর করা এমনকি চুল লম্বা করতেও সাহায্য করে।
- কৃমির উপদ্রব বাড়লে এ পাতার এক চামচ রস এক কাপ পানিতে মিশিয়ে খেলে, উপকার মিলবে।
- ভৃঙ্গরাজ পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায়।
- চোখ ওঠা রোগের জন্য পরিমাণ মত পানির সাথে ভৃঙ্গরাজের পাতা নিষ্পেষিত সামান্য রস মিশিয়ে সেই পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন উপকারে আসবে।
আরো জানুন সঠিক নিয়মে তুলসী পাতা সেবন করলে মিলবে যত সব উপকারিতা