আমাদের সব-সময় পছন্দের একটি পানীয় হচ্ছে চা তা যেকোনো ঋতুই হোক না কেন। মন খারাপের সময় হোক বা মন ভালোর উল্লাস, বন্ধুদের সাথে আড্ডা হোক বা যেকোনো কর্পোরেট মিটিং চা- এর জন্য একটি আলাদা আকর্ষণ আছে সবার মনে।
চা-পাতা বা চা কি, তা আমরা সবাই জানি। বিশ্বের জনপ্রিয় প্রাকৃতিক পানীয়ের তালিকার মধ্যে একদম প্রথম দিকের সংখ্যায় আছে চা। চা পান করিনা বা একেবারেই চা পান পছন্দ করিনা এমন মানুষ পৃথিবীতে অনেক কম ই আছে। বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রতিদিন অন্তত একবার হলেও চা পান করে। আর যারা “চা-খোর” তাদের কথা তো একদম ই আলাদা। দিনে অসংখ্য বার চা না পেলে তাদের চলেই না।
চায়ের আছে এক অভাবনীয় আকর্ষণ। চা ক্লান্তি দূর করার সাথে সাথে কাজে মনোযোগ দেয়ার মতো ব্যাপার এ সাহায্য করে।
চা বিভিন্ন ভাবে পান করা যায় , তবে প্রতিটি ক্ষেত্রেই চা এর বৈচিত্র মুগ্ধকর হয়।
চা এর বর্ণ , স্বাদ এবং সুঘ্রাণ এর সাথে এর অনেক উপকারী দিক রয়েছে যা সম্পর্কে আমরাই অধিকাংশই জানি না .এর এমন অনেক গুনাগুন আছে যা আমরা অনেকেই জানলে তাজ্জব বনে যাব।
আসুন জেনে নেই চায়ের উপকারিতা
- চা আমাদের রসনায় তৃপ্তি আনার সাথে সাথে ক্লান্তি দূর করে মস্তিষ্ক শান্ত করতে সাহায্য করে।
- চা এ সীমিত পরিমানে ট্যানিন ও ক্যাফিন আছে যা চোখের নিচের অংশের এবং মুখের ফোলা ভাব কমায়। এক্ষেত্রে চা পাতা হালকা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে ত্বক এ পুরু ভাবে দিয়ে কিছুক্ষন রিলাক্স করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
- চা দেহের অতিরিক্ত চর্বি কেটে ওজন কমাতে সাহায্য করে, এ ক্ষেত্রে গ্রীন টি এবং ব্ল্যাক টি সবচেয়ে উপকারী।
- আমেরিকার ন্যাশনাল টি ইনস্টিটিউটের প্রকাশিত একটি নিবন্ধ ‘Tea and Cancer’ এর মতে চা এর কিছু উপাদান আছে যা প্রাণীকোষ এর ডিএনএ রক্ষায় উপকারী ভূমিকা পালন করে।
- চা পাতা অনেক ভালো স্ক্র্যাব হিসেবে ব্যবহার করা যায় যা ত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে।
- Oily Skin এর যত্নে চা এর লিকার এর সাথে অল্প পরিমান লেবুর রস মিশিয়ে নিয়ে ব্যবহার করলে ত্বক থেকে এক্সট্রা তেলতেলে ভাব কেটে যায়।
- কড়া চা এর লিকার ট্যান রিমুভার হিসেবে অনেক ভালো কাজ করে।
- বিভিন্ন হেয়ার প্যাক এ চা পাতা মিক্স করে নিলে তা প্যাক এর অন্যান্য উপাদান এর কাজ করার ক্ষমতা আরো বাড়িয়ে তোলে।
ইয়াম্মী বাই ড্রেসআপের ইয়াম্মী প্রিমিয়াম চা বাগানের তাজা পাতা দিয়ে প্রস্তুত করা হয়,
ইয়াম্মী প্রিমিয়াম চা তে আছে মন ভাল করা লিকার, মনোহর সুগন্ধি ও পর্যাপ্ত রং।
Premium Black Tea – প্রিমিয়াম চা পাতা
In stock
ইয়াম্মী বাই ড্রেস-আপ এর অন্যান্য পণ্য গুলাঃ
Mustard Oil | সরিষার তেল
In stock
Desi Cream Ghee – ক্রিমের গাওয়া ঘি
In stock
Green Tea – গ্রিন টি
In stock