Blog
সোনামনির চুলের যত্নে নয় আপোষ, ময়লা দূর হোক ভালোবাসার ছোয়ায়!
বড়দের থেকে বাচ্চাদের চুল ত্বক অনেকটাই আলাদা বাচ্চাদের ত্বক তুলনামূলক ভাবে বেশি সেনসিটিভ হয়ে থাকে। বাচ্চাদের শরীরের ব্যাপারে অধিক যত্নশীল হওয়া প্রয়োজন।
বাচ্চাদের চুলের যত্নে সচেতন না হলেই নয় অনেকেই আমরা বাচ্চাদের চুল পরিস্কারের ক্ষেত্রে সাবান বা বড়দের শ্যাম্পু ব্যবহার করি বাচ্চাদের চুল আঁচড়ে দেওয়ার প্রয়োজন মনে করিনা বাচ্চাদের চুলের সঠিক যত্ন নেই না।
এর ফলে চুলের গোড়া নরম হয় চুলের সঠিক বৃদ্ধি হয় না Scalp এ বিভিন্ন ধরনের Irritation দেখা যায়।
বাচ্চাদের চুলের যত্ন যেভাবে নিবেন
বাচ্চাদের চুলের যত্নে কেমিক্যাল ফ্রি, হারবাল, অর্গানিক অথবা বেবিদের জন্য বানানো আলাদা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে। বাচ্চাদের চুলের যত্নে ভিটামিন ডি, ভিটামিন এ, সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করার সাথে সাথে অন্তত দশ বছর বয়স পর্যন্ত বেবিদের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা উচিত। ছোট থেকেই সঠিক যত্ন এবং পরিচর্যা পেলে চুলের গোড়া মজবুত হবে এবং বড় হলে চুল পড়ার হার কমে যাবে।
তাই আপনার বাচ্চার বয়স 0 থেকে 10 বছর পর্যন্ত বেবি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন।
আরো জেনে নিন চুলের যত্ন সম্পর্কে যত কথা!