Color Cosmetics

ঘরে বসে মেকআপ করার নিয়ম এবং যা প্রয়োজন

ঘরে বসে মেকআপ করার নিয়ম এবং যা প্রয়োজন

Flawless & Confident look এর জন্য আমরা প্রতিদিন অল্প হলেও মেকআপ করে থাকি , যে কোনো পার্টি বা বন্ধু দের সাথে ঘুরতে যাওয়ার জন্য অথবা বাইরে যেকোনো কাজে যাওয়ার আগে আমরা করতে পছন্দ করি
কিন্তু আবহাওয়া বা বাইরের গরম , আর্দ্রতায় আমাদের মেকআপ লুক নষ্ট হয়ে যায় , বা অনেক সময় ধরে মেকআপ করে থাকলে ত্বক এ ভেসে ওঠে।
তাই Flawless মেকআপ এর জন্য Beginner দের বেসিক মেকআপ স্টেপ গুলো নিচে তুলে ধরা হলোঃ

মেকআপ করতে যে ‍জিনিস গুলো লাগবে:

  • Moisturizer ( skin টাইপ অনুযায়ী )
  • Primer (মেকআপ flawless থাকার জন্য , ত্বকের pore protected থাকার জন্য )
  • Foundation.( Skin tone এর চেয়ে ১ বা ২ Shade lighter )
  • Concealer. (ত্বকের Dark spots , dark circles , marks ঢাকার জন্য )
  • Makeup powder / pressed powder / loose powder ( Makeup এর Previous Step গুলো Set করার জন্য )
  • Blush
  • Bronzing ( Face shape আরো sharp করার জন্য )
  • Highlighter
  • Eyebrow pomed / eyebrow shaping kit
  • Eye shadow
  • Makeup setting mist (দীর্ঘ সময় মেকআপ set থাকার জন্য )
  • Eyeliner
  • Mascara

Guerniss Mineral Finishpact Face Highlighter -13gm

In stock

৳ 1,760
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

মেকআপ শুরু করার আগে যা করো নিয়:

মেকআপ শুরু করার ১০-১৫ মিনিট আগে ত্বক moisturise করে নিলে দীর্ঘ সময় ধরে Makeup ভালো থাকে ও সুন্দরভাবে ত্বকে বসে যায়। সাথে সাথে মেকআপ যেন আমাদের স্কিন Damage না করে তার জন্য ও Makeup করার আগে Moisturiser ব্যবহার করা উচিত . এর পর উপরিউক্ত স্টেপ গুলো মেনে মেকআপ করলে তা আরো ভালো এবং Long-lasting হবে।
তবে মেকআপ করার আগে অবশ্যই একটি ভালো ফেসওয়াশ বা Cleansing milk দিয়ে ত্বক পরিষ্কার করে নিয়ে একটি toner ব্যবহার করলে ত্বকের damage কম হয় এবং মেকআপ ও ভালো হয়।
Moisturiser এর বদলে Serum ও ব্যবহার করা যায় 1st স্টেপ হিসেবে।

আরো জেনে ‍নিন সকালে ত্বকের যত্ন এবং রাতে ত্বকের যত্ন

ড্রেস-আপ এর অন্যান্য পণ্য গুলাঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *