Beauty Products

তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজনীয়তা!

তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজনীয়তা!

গরমে আমাদের অন্ত:ত্বকে Sebum Production বেড়ে গিয়ে ত্বক OILY হয়ে থাকে। যাদের ড্রাই স্কিন তাদেরও স্কিন অনেক সময় অতিরিক্ত ঘাম এবং অয়েলি হয়ে থাকে।

তাই,আমরা মনে করি গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন নেই, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। শীতের আদ্রতায় একমাত্র আমাদের ত্বক ডিহাইড্রেটেড করে না, গরমে স্কিনের ‘Water Level’ কমে গিয়ে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়। ফলে ত্বকের স্বাভাবিক অবস্থা নষ্ট হয় এবং ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সাথে ত্বক নিষ্প্রাণ এবং অনুজ্জ্বল হতে থাকে।

গরমে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা বাঞ্ছনীয়। গরমে মূলত হালকা এবং সিল্ক ফিনিশ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়।

SPF যুক্ত ক্রিম দিনের বেলায় বাইরে যাওয়ার আগে ব্যবহার করলে ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাবে। গরমে ত্বকের পানিশূন্যতা এবং প্রাণহীন ভাব দূর করতে ময়েশ্চারাইজার প্রয়োজন। ত্বকের ড্যামেজ রিপেয়ার করতে, অসমান রং, লালচে ভাব, অনুজ্জলতা কাটিয়ে ত্বক ভালো রাখে। তাই গরমেও ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন তবে নিজ নিজ স্কিনের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নেয়া বাঞ্ছনীয়, এতে ময়েশ্চারাইজার এর সবচেয়ে ভাল ফলাফল টা পাওয়া যাবে।

আরো জেনে নিন মেছতার সমস্যা ও তার সমাধান!

প্রতিদিনের ত্বকের যত্নে Cleansing Milk

 

Fruit of The Wokali Cocoa Butter Cream (115 gm)

In stock

৳ 1,290
Add to cart

ড্রেস-আপ এর অন্যান্য ত্বকের যত্নের পণ্য গুলাঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *